Azizul Bashar
এই মুহূর্তে

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » নির্বাচনকালীন সরকারে বাদ পড়া মন্ত্রীদের বাসা ছাড়ার নির্দেশ

নির্বাচনকালীন সরকারে বাদ পড়া মন্ত্রীদের বাসা ছাড়ার নির্দেশ

নির্বাচনকালীন সরকারে বাদ পড়া মন্ত্রীদের বাসা ছাড়ার নির্দেশ

১ ডিসেম্বরের মধ্যে সাবেক ৩০ মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে সরকারি বাসা ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ সংক্রান্ত একটি পত্র গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে সাবেক মন্ত্রীদের বেতন ভাতা বন্ধ করে তাদেরকে সংসদ সদস্য হিসেবে বেতন দেয়ার জন্য জাতীয় সংসদ সচিবকে বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এ পত্রটি রবিবার পাঠানো হয়।

এতে বলা হয়, সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বেতনভাতা বাকি থাকলে দ্রুত তা পরিশোধ করতে হবে। আগামীতে তাদের সংসদ সদস্য হিসেবে বেতন দেয়ার জন্য জাতীয় সংসদ সচিবালয়ে পত্র দেয়া হয়েছে।

ইতিমধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমিন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বাসা ছেড়ে দিয়েছেন বলে জানা গেছে।

যাদেরকে বাসা ছাড়ার পত্র দেয়া হয়েছে তারা হলেন- রাজিউদ্দিন আহমেদ রাজু, অ্যাডভোকেট সাহারা খাতুন, সুরঞ্জিত সেনগুপ্ত, ড. মহীউদ্দীন খান আলমগীর, মো. রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, এনামুল হক মোস্তফা শহীদ, ফারুক খান, ড. মো. আবদুর রাজ্জাক, ডা. আফসারুল আমিন, ডা. আ ফ ম রুহুল হক, ডা. দীপু মনি, আবদুল লতিফ বিশ্বাস ও মোস্তফা ফারুক মোহাম্মদ।

যেসব প্রতিমন্ত্রীকে পত্র দেয়া হয়েছে তারা হলেন- অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.), স্থপতি ইয়াফেস ওসমান, আহাদ আলী সরকার, অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মো. মোতাহার হোসেন, মোহাম্মদ এনামুল হক, মজিবুর রহমান ফকির, ওমর ফারুক চৌধুরী, মো. মাহবুবুর রহমান, মো. আবদুল হাই ও বেগম মেহের আফরোজ চুমকি।

এছাড়া সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ও দিলীপ বড়ুয়াকে আগের বাসায় থাকতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আট মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ পুরানো মন্ত্রীদের দফতর পুনর্বণ্টন করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করা হয়। নির্বাচনকালীন মন্ত্রিসভা গঠন করতে গিয়ে বাদ পড়েছেন ৩০ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। তাদের মধ্যে মন্ত্রী ১৬ জন ও প্রতিমন্ত্রী রয়েছেন ১৪ জন।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন