Azizul Bashar
এই মুহূর্তে

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » ১৮ দলের অবরোধে রেল চলাচল কার্যত বন্ধ

১৮ দলের অবরোধে রেল চলাচল কার্যত বন্ধ

১৮ দলের অবরোধে রেল চলাচল কার্যত বন্ধ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে  দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে ডাকে সারা দেশে চলছে সড়ক, রেল ও নৌ-পথ অবরোধ। দেশের বিভিন্ন স্থানের রেললাইন ও ব্রিজে অগ্নিসংযোগ এবং ফিস প্লেট খুলে ফেলায় কার্যত সারাদেশে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।

গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর পরপরই রাত পৌনে ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার এ অবরোধের ডাক দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যেখানে ছিলেন, সেখান থেকেই তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। পুলিশ বাহিনীকে ব্যাপক সতর্ক করে দেয়া হয় বিশেষ নির্দেশনা।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় সে লক্ষ্যে রাজধানীতে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন