Azizul Bashar
এই মুহূর্তে

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » ফুলবাড়ি ৪০বিজিবি ব্যাটালিয়নে বিপুল পরিমান মাদক ধ্বংস

ফুলবাড়ি ৪০বিজিবি ব্যাটালিয়নে বিপুল পরিমান মাদক ধ্বংস

ফুলবাড়ি ৪০বিজিবি ব্যাটালিয়নে বিপুল পরিমান মাদক ধ্বংস

দিনাজপুরের বিরামপুরসহ ৮৪ কিলোমিটার সিমান্তের ৪০ বর্ডারগাড ব্যাটলিয়ন (বিজিবি) অধীনে ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা সময় ৪০ ব্যাটলিয়ন সদররে চোরাচালানকৃত ৩ কেটি টাকার বিভিন্ন উদ্ধারকৃত মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

৪০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম জানান, সীমান্ত দিয়ে অবৈধপথে পাচার হয়ে আসা বিজিবির হাতে উদ্ধারকৃত মাদক দ্রব্য আদালতের অনুমতি ক্রমে ধ্বংসকৃত মাদকদ্রব্য হল,ফেন্সিডিল ২৭৯৯৩ বোতল, তরল ফেন্সিডিল ৭.৫ লিটার, ফেন্সিডিল জাতিয় সিরাপ ৯৩ বোতল, দেশিয় মদ ১২.৫ লিটার, গাঁজা ০১ কোজ নেশাজাতিয় ইনজেকশন ৯২৭৮ টি, নেশাজাতিয় টেবলেট ৪৫১৪৯ টি, এবং মদ তৈরীর ট্যেবলেট ১৬২ কেজিসহ বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

ফুলবাড়ি ৪০ বিজিবি ব্যাটালিয়ন সদর চত্বরে মাদকদ্রব্য ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্ণেল সরকার মুহাম্মদ শামসুদ্দিন (পিএসসি), ৪০বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম, ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর দিনাজপুর সেরাজুল ইসলাম, স্থানিয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যাক্তি এবং গনমাধ্যম প্রতিনিধিগনের উপস্থিতিতে উপরোন্ত মাদকদ্রব্য সমুহ ধ্বংস করা হয়।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন