Azizul Bashar
এই মুহূর্তে

সোমবার | ২০ আগস্ট, ২০১৮ | ৫ ভাদ্র, ১৪২৫ | ৮ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা আজ দুপুরে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা আজ দুপুরে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা আজ দুপুরে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন হয়েছে ১০ অক্টোবর। নির্বাচনের এতো দিন পেরিয়ে গেলেও আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি নতুন পরিচালনা পর্ষদের। প্রয়োজন হলে জরুরি বৈঠক ডেকে কিছু সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ বুধবারও তেমনি এক জরুরি সভা আহ্‌বান করা হয়েছে। দুপুর ১২টায় বিসিবি কার্যালয়ে হবে এ সভা। নির্বাচিত পরিচালকদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে।

অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই হবে আসন্ন সভায়। জাতীয় দল নির্বাচক কমিটির প্রধান নির্বাচক নিয়োগের সিদ্ধান্ত, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন প্রস্তুতির অগ্রগতি, অধিনায়ক মুশফিকুর রহিমের দায়িত্বের মেয়াদ এবং ক্রিকেট বোর্ডের বিভিন্ন বিভাগের স্ট্যান্ডিং কমিটি গঠন করা হতে পারে বলে জানিয়েছেন এক পরিচালক।

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন