Azizul Bashar
এই মাত্র

বুধবার | ১৫ আগস্ট, ২০১৮ | ৩১ শ্রাবণ, ১৪২৫ | ৩ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মাত্র » বরিশালে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ

বরিশালে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ

বরিশালে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ

ক্ষুদ্র ঋণ কর্মসূচী বাস্তবায়নে জনবল ও সুফল ভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স রবিবার সকালে উদ্বোধণ করা হয়েছে। জেলার গৌরনদী উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মনোজ কুমার ঘরামী। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে উদ্বোধণী সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী ভূমি অফিসার তানিয়া আফরোজ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ মুহাম্মদ জহিরুল ইসলাম, ওএসডি’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, ইউনিয়ন সমাজ কর্মী মো. তাজবিরুল মহসিন বাবুল প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার ৪০জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন