Azizul Bashar
ব্যাক্তিগত অর্থ

শনিবার | ২১ এপ্রিল, ২০১৮ | ৮ বৈশাখ, ১৪২৫ | ৪ শাবান, ১৪৩৯

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » ব্যাক্তিগত অর্থ » স্বল্প মেয়াদে আড়াই লাখ টাকা ঋণ পাবে কৃষক

স্বল্প মেয়াদে আড়াই লাখ টাকা ঋণ পাবে কৃষক

স্বল্প মেয়াদে আড়াই লাখ টাকা ঋণ পাবে কৃষক

চলতি অর্থবছরে ১৭ হাজার ৫৫০ কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কৃষি ও পল্লী ঋণ বিতরণের বার্ষিক নীতিমালা ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।

গভর্নর জানান, শস্য ও ফসল চাষের জন্য স্বল্প মেয়াদী ঋণের ক্ষেত্রে একজন কৃষক সর্বোচ্চ আড়াই লাখ টাকা ঋণ নিতে পারবেন। এ ঋণ নিতে সিআইবি প্রতিবেদন প্রয়োজন হবে না। ব্যাংক চাইলে এজেন্ট ব্যাংকের মাধ্যমেও কৃষি ঋণ বিতরণ করতে পারবে বলে জানান গভর্নর। এক্ষেত্রে গ্রাহকের কাছ থেকে নির্ধারিত সুদের বাইরে অতিরিক্ত সর্বোচ্চ শূন্য দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত সার্ভিস চার্জ নিতে পারবে ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, ব্যাংকগুলোর জন্য লক্ষ্যমাত্রার ন্যূনতম ৩০ শতাংশ কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করা হয়েছে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন