Azizul Bashar
শোক সংবাদ

শনিবার | ১৮ আগস্ট, ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫ | ৬ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » শোক সংবাদ » চলে গেল অস্কার জয়ী বিখ্যাত পরিচালক

চলে গেল অস্কার জয়ী বিখ্যাত পরিচালক

চলে গেল অস্কার জয়ী বিখ্যাত পরিচালক

চলে গেলেন অস্কারজয়ী পলিশ পরিচালক আন্দ্রেই ভাইদা। বয়স হয়েছিল ৯০ বছর। আন্দ্রেই ভাইদা-র মৃত্যুতে শোকের ছায়া তামাম চলচিত্র দুনিয়ায়।

সিনেমায় অসাধারণ অবদানের জন্য ২০০০ সালে সাম্মানিক অস্কারে ভূষিত করা হয় আন্দ্রেই ভাইদাকে। ৬০ বছরের দীর্ঘ পেশার জীবনে মোট ৪০টি ছবি তৈরি করেছেন ভাইদা। এরমধ্যে নাত্‍‌সি আমলে যুদ্ধবিধ্বস্ত পোল্যান্ড ও কমিউনিস্ট ইতিহাসের উপর তৈরি তাঁর ট্রিলজি ‘আ জেনারেশন’ (১৯৫৪), ‘ক্যানাল’ (১৯৫৬) ও ‘অ্যাশেস অ্যান্ড ডায়মন্ডস’ (১৯৫৮) উল্লেখযোগ্য অবদান।

পরিচালক আন্দ্রেই ভাইদার বিখ্যাত উক্তি, “পরমেশ্বর একজন পরিচালককে দু’ধরনের চোখ দিয়েছেন। একটা চোখ ক্যামেরায় রাখার জন্য, অপরটি চারপাশে কী ঘটছে, সে বিষয়ে সজাগ থাকার জন্য”।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন