Azizul Bashar
এই মুহূর্তে

বুধবার | ১৫ আগস্ট, ২০১৮ | ৩১ শ্রাবণ, ১৪২৫ | ৩ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মুহূর্তে » আওয়ামী লীগের ঘোষণাপত্র সংশোধন

আওয়ামী লীগের ঘোষণাপত্র সংশোধন

আওয়ামী লীগের ঘোষণাপত্র সংশোধন

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দ্বিতীয় দিনের অধিবেশনের কাউন্সিলরদের কণ্ঠভোটে ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদিত হয়েছে। আজ রবিবার বিকেলে ২০তম এ সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনের ঘোষণাপত্রের সংশোধনী অনুমোদিত হয়।

বিভিন্ন সাংগঠনিক জেলার নেতাদের বক্তব্য শেষে ঘোষণাপত্রের সংশোধন প্রক্রিয়া শুরু হয়। প্রস্তাবিত সংশোধনী উত্থাপন করেন ঘোষণাপত্র সংশোধন উপ-কমিটির আহ্বায়ক দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।

পরে কাউন্সিল অধিবেশনের সভাপতি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ঘোষণাপত্র যুগোপযোগী করা হয়েছে। ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করা হয়েছে। আপনাদের সম্মতি থাকলে হ্যাঁ বলে সমর্থন জানান।

এ সময় কাউন্সিলররা সবাই দাঁড়িয়ে সমস্বরে হ্যাঁ বললে কণ্ঠভোটেই এ সংশোধনী অনুমোদিত হয়ে যায়।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন