Azizul Bashar
সেরা খবর

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » সেরা খবর » কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে সেতুমন্ত্রী

কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে সেতুমন্ত্রী

কাদের সিদ্দিকীকে দেখতে হাসপাতালে সেতুমন্ত্রী

ডেঙ্গু জ্বরে আক্রান্ত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে দেখতে হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

ভিআইপি কেবিনে চিকিৎসাধীন কাদের সিদ্দিকীর পাশে বসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়।

ওবায়দুল কাদের নিজ দলের সাবেক এই নেতার আশু রোগমুক্তি কামনা করেন। হাসপাতালে দেখতে আসায় ওবায়দুল কাদেরকেও কৃতজ্ঞতা জানান কাদের সিদ্দিকী।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন