21 Feb 2018
প্রধান খবর

রবিবার | ১৮ মার্চ, ২০১৮ | ৪ চৈত্র, ১৪২৪ | ২৯ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » ধর্ষণ মামলার বিচারকাজ দ্রুত করা হবে : আইনমন্ত্রী

ধর্ষণ মামলার বিচারকাজ দ্রুত করা হবে : আইনমন্ত্রী

ধর্ষণ মামলার বিচারকাজ দ্রুত করা হবে : আইনমন্ত্রী

এখন থেকে যেকোনো ধর্ষণের ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে তার বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সম্প্রতি বাসের ভেতর রুপাকে ধর্ষণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরপরই দ্রুততার সঙ্গে বিচারকাজ শুরু হবে।’

মঙ্গলবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ধর্ষণের মামলা পরিচালিত হয় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে। মামলাগুলো যাতে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি বলেন, ‘রুপা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতরা স্বীকার করেছে যে তারা এ ঘটনা ঘটিয়েছে। যে মুহূর্তে আদালতে তদন্ত প্রতিবেদন জমা হবে, তার পরপরই এর বিচারকাজ শুরু হয়ে যাবে। এখন থেকে প্রতিটি ধর্ষণের ঘটনায় মামলা হলেই দ্রুততার সঙ্গে বিচারকাজ সম্পন্ন হবে।’

এবারের ঈদে মানুষের যাতায়াত ও আইন-শঙ্খলা পরিস্থিতি সবই ভালো ছিল দাবি করে তিনি আরও বলেন, ‘মানুষ খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করেছে।’

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন