Happy New Year 
 2018
সেরা খবর

রবিবার | ২১ জানুয়ারি, ২০১৮ | ৮ মাঘ, ১৪২৪ | ২ জমাদিউল-আউয়াল, ১৪৩৯

প্রচ্ছদ » সেরা খবর » রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদে রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত দেড়টায় তার ভাষণ দেয়ার কথা। বক্তব্যে চলমান রোহিঙ্গা সংকট তুলে ধরবেন তিনি। এ দিন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেসের সঙ্গে দ্বি-পক্ষীয় বৈঠকও করবেন প্রধানমন্ত্রী।

এর আগে মুসলিম দেশগুলোর নেতাদের সামনে, রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে তাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াসহ ছয় দফা প্রস্তাব তুলে ধরেন শেখ হাসিনা। রোহিঙ্গা সংকট মোকাবিলায় ওআইসিভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে ওআইসি কনট্যাক্ট গ্রুপের বৈঠকে শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূল অভিযানের অবসান চায় বিশ্ববাসী। কফি আনান কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন