Azizul Bashar
সেরা খবর

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » সেরা খবর » মা ভালো আছেন : জয়

মা ভালো আছেন : জয়

মা ভালো আছেন : জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার ওয়াশিংটনে তাঁর গল-ব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার তার ফেসবুক পোস্টে বলেছেন, ‘তিনি এখন ভালো আছেন’।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় লিখেছেন ‘গত সোমবার রাতে মা’র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধু সার্জারি করেন। সার্জারি অত্যন্ত সফল ছিল।’

তিনি আরো বলেন, ‘পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

জয় আরো লিখেছেন, ‘আজ মার জন্মদিন। কিন্তু আমরা তেমন কিছু করছি না। কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’

যারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, জয় তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এখন ভালো আছেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম বুধবার ওয়াশিংটন থেকে বাসস’কে জানান, শেখ হাসিনা ৫ অক্টোবর দেশে ফিরবেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক যান।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন