Happy New Year 
 2018
অন্যান্য

সোমবার | ২২ জানুয়ারি, ২০১৮ | ৯ মাঘ, ১৪২৪ | ৪ জমাদিউল-আউয়াল, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » অন্যান্য » নওগাঁয় ব্যতিক্রমধর্মী দেয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় ব্যতিক্রমধর্মী দেয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁয় ব্যতিক্রমধর্মী দেয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘জাগিয়া উঠিল প্রাণ’ এই স্লোগানে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা মৌসুমী কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় নওগাঁ শহরের উকিলপাড়াস্থ সংস্থার প্রধান কার্যালয়ে ব্যতিক্রমধর্মী দেয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল (রানা)। প্রতিযোগিতায় জেলার নওগাঁ সদর ও রাণীনগর উপজেলার ১২টি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দেয়ালিকায় সোনার বাংলা, প্রভাতফেরির গান, ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, গল্পকথার বাংলা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশের ইতিহাস ও ঐতিহ্য, রোহিঙ্গা ইস্যুসহ প্রভৃতি বিষয় শিক্ষার্থীরা অত্যন্ত সুচারুরূপে ফুটিয়ে তোলে। প্রতিযোগিতায় রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, চক-আতিথা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং শালুকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করেন। বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার এ্যাডভাইজার মাহবুবার রহমান, মানবসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, কর্মসূচি সংগঠক বিলকিস আরা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার উপ-পরিচালক এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির ফোকল পার্সন এরফান আলী।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন