21 Feb 2018
অর্থনীতি

সোমবার | ১৯ মার্চ, ২০১৮ | ৫ চৈত্র, ১৪২৪ | ২৯ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » অর্থনীতি » দেশে বিনিয়োগ ২.২ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

দেশে বিনিয়োগ ২.২ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

দেশে বিনিয়োগ ২.২ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

রাজনৈতিক স্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগ বেড়েছে।রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ২০১৪ সালে বিনিয়োগ কম ছিল।কিন্তু ২০১৫ সালের পর বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে।ওই সময় বিনিয়োগ ছিল ১.২ বিলিয়ন ডলার ।এখন বিনিয়োগ ২.২ বিলিয়ন ডলার ।এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সৌদি আরবের ব্যবসায়িক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে আমাদের বিভিন্ন খাতে ব্যবসার সুযোগ রয়েছে।তারা বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায় ।বিশেষ করে সোলার  (সৌর বিদ্যুৎ), এনার্জি (জ্বালানি) ও আইসিটি (তথ্য প্রযুক্তি) খাতে  বিনিয়োগ করতে তারা আগ্রহ প্রকাশ করেছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, সৌদি ব্যবসায়িক প্রতিনিধিরা আজকে আমাদের সঙ্গে বৈঠক করেছেন।কালকে এফবিসিসিআই এর সঙ্গে বৈঠক করবেন ।ওই বৈঠকে দুই দেশের ব্যবসায়িদের মধ্যে এমওইউ সই হবে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন