Azizul Bashar
প্রধান খবর

শনিবার | ২৬ মে, ২০১৮ | ১২ জ্যৈষ্ঠ, ১৪২৫ | ১০ রমযান, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » দেশে এখন ৮৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন: প্রধানমন্ত্রী

দেশে এখন ৮৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন: প্রধানমন্ত্রী

দেশে এখন ৮৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন: প্রধানমন্ত্রী

দেশে এখন ১৬ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১০ উপজেলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। আজ থেকে জাতীয় গ্রিডে সোলার বিদ্যুৎ যোগ হলো বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, কয়লা ভিত্তিক ও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি। মানুষের চাহিদা পূরণের জন্য ভারত থেকেও বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। ১৬০০ মেগাওয়াট নিয়ে যাত্রা শুরু করে এখন আমরা ১৬ হাজার মেগাওয়াট উদ্বোধন করছি।

তিনি আরও বলেন, দেশে এখন ৮৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছেন। আমাদের লক্ষ্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন