Azizul Bashar
বিজয়ের মাস

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » বিজয়ের মাস » লালমনিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

লালমনিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

লালমনিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

লালমনিরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (লালমনিরহাট-কুড়িগ্রাম) সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী এমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়। পরে শহীদদের স্মরণে স্মৃতি চারনমুলক অলোচনা হয়। সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা ও দেশবাসীর মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ আওয়ামীলীগের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন