Azizul Bashar
অর্থনীতি

শনিবার | ২৬ মে, ২০১৮ | ১২ জ্যৈষ্ঠ, ১৪২৫ | ১০ রমযান, ১৪৩৯

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » অর্থনীতি » ফের বাড়লো সোনার দাম

ফের বাড়লো সোনার দাম

ফের বাড়লো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম ফের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে বলে মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সংগঠনটি।

দাম বৃদ্ধির ফলে ভালো ২২ ক্যারেট সোনার দাম দাঁড়াবে ভরিপ্রতি ৫০ হাজার ৭৩৮ টাকা। নতুন দর আগামীকাল (বুধবার) থেকে সারাদেশে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৫০ হাজার ৭৩৮ টাকা, ২১ ক্যারেট ৪৮ হাজার ৪০৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনা ৪৩ হাজার ১৫৭ টাকায় বিক্রি হবে।

তবে অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে প্রতি ভরি রুপা ১ হাজার ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মূলত বিয়ের মৌসুম, বড় দিন এবং নতুন বছরকে সামনে রেখে স্থানীয় বাজারে সোনার চাহিদা বেড়ে যাওয়ায় দাম বাড়ানো হয়েছে বলে মনে করা হচ্ছে।

সবশেষ গত ২৫ ডিসেম্বর সোনার দর ভরিতে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল সমিতি।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন