Azizul Bashar
বাংলাদেশ-ওয়েষ্টইন্ডিজ সিরিজ

বুধবার | ১৫ আগস্ট, ২০১৮ | ৩১ শ্রাবণ, ১৪২৫ | ৩ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » বাংলাদেশ-ওয়েষ্টইন্ডিজ সিরিজ » টেস্টে ফিরেই উইকেট পেলেন রাজ্জাক

টেস্টে ফিরেই উইকেট পেলেন রাজ্জাক

টেস্টে ফিরেই উইকেট পেলেন রাজ্জাক

প্রমাণই রাখছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। চার বছর পর টেস্ট দলে ফিরেছেন এই ৩৫ বছর বয়সী বোলার। কিছুদিন আগেই পেয়েছেন প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৫০০ উইকেট। অভিজ্ঞতাও যে একটা বড় গুণ তার প্রমাণ তিনি রেখেছেন বৃহস্পতিবার দিনের শুরুতেই। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার ইনিংসের শুরুতেই তিনি ফিরিয়ে দিয়েছেন ওপেনার দিমুথ করুনারত্নেকে। তার উইকেটটি হারিয়ে ৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১৪ রান।

২০০৬ সালে টেস্ট অভিষেক হলেও ২০১৪ সাল পর্যন্ত মাত্র ১২টি টেস্টই খেলেছেন রাজ্জাক। মূলত ওয়ানডের মত টেস্টে নিজেকে কার্যকর হিসেবে প্রমাণ করতে পারেননি এই বাঁহাতি। সর্বশেষ ২০১৪ এর ফেব্রুয়ারিতে টেস্ট খেলেছিলেন তিনি। কাকতালীয়ভাবে সেটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে, দুই টেস্ট সিরিজের শেষ টেস্ট। সে ম্যাচে শুধু প্রথম ইনিংসে বোলিং করেছিলেন তিনি, ছিলেন উইকেটশূন্য।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন