Azizul Bashar
রাজনীতি

বুধবার | ১৫ আগস্ট, ২০১৮ | ৩১ শ্রাবণ, ১৪২৫ | ৩ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » রাজনীতি » বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ডাকা অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করেছে বিএনপি। প্রথমে জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি করার কথা থাকলেও পরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে করার সিদ্ধান্ত নেয় দলটি।

স্থান পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, “মহানগর পুলিশ বিএনপিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটটিউশন মিলনায়তনে অবস্থান কর্মসূচি করার অনুমতি দিয়েছে। সেজন্য আমরা জাতীয় প্রেস ক্লাবের পরিবর্তে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি করব।”

এর আগে বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী বলেছিলেন, মানববন্ধনের মতো কালকে (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবের সামনেই আমাদের অবস্থান কর্মসূচি হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মসূচি হবে। আমাদের নেতাকর্মী সেখান দাঁড়িয়ে এই কর্মসূচি সফল করবেন বলে আমরা প্রত্যাশা করছি।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন