Azizul Bashar
শিক্ষা প্রতিষ্ঠান

রবিবার | ২২ এপ্রিল, ২০১৮ | ৯ বৈশাখ, ১৪২৫ | ৫ শাবান, ১৪৩৯

প্রচ্ছদ » শিক্ষা » শিক্ষা প্রতিষ্ঠান » জাবির উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেলেন ফারজানা ইসলাম

জাবির উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেলেন ফারজানা ইসলাম

জাবির উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেলেন ফারজানা ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনঃনিয়োগ পেলেন অধ্যাপক ফারজানা ইসলাম। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

পুনঃনিয়োগ পাওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান তাকে অভিনন্দন জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন অধ্যাপক ফারজানা ইসলাম।

২০১৪ সালের ২ মার্চ ভিসি প্যানেলে নির্বাচিত হয়ে দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ফারজানা। আগামী ২ মার্চ তার মেয়াদকাল শেষ হওয়ার কথা ছিল। এর আগেই আজ বৃহস্পতিবার পুনঃনিয়োগ পেলেন তিনি।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন