21 Feb 2018
বিনোদন জগত

শনিবার | ১৭ মার্চ, ২০১৮ | ৩ চৈত্র, ১৪২৪ | ২৮ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » বিনোদন জগত » শাহরুখের জন্য বিপাকে সইফ কন্যা সারা

শাহরুখের জন্য বিপাকে সইফ কন্যা সারা

শাহরুখের জন্য বিপাকে সইফ কন্যা সারা

পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে টলিউডে এন্ট্রি নিতে চলেছেন সইফ কন্যা সারা আলি খান। ২১ শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘কেদারনাথ’।

এমনটাই ট্যুইট করে জানিয়েছিলেন ছবির পরিচালক। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই খবর আসতেই আটকে গেল ছবির মুক্তি। আর এসবের জন্য দায়ী একমাত্র শাহরুখ খানের হাই টি আরপি।

বলিপাড়ার খবর, অভিষেকের ছবি রিলিজের তারিখ ঘোষণার পরেই শুরু হয় গণ্ডগোলের। ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে, শাহরুখ খান-অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের ছবি ‘জিরো’।

 তাই সংঘর্য হওয়ার ভয়ে, এইদিন ‘কেদারনাথ’-রিলিজে মত ছিল না প্রযোজক প্রেরণা অরোরা। কিন্তু অভিষেক ওই তারিখেই জেদ ধরে থেকে টুইটারে তা ঘোষণাও করে দেন। এতে চটে যান প্রেরণা। ভেঙে দেন চুক্তি।

এই বিষয়ে বিচার চেয়ে, আদালতের দারস্থ হয়েছেন পরিচালক। তাতে বাঁধেছে আরও। বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় বর্তমানে ছবিটি প্রযোজনা করতে অন্য কোনও সংস্থাও আগ্রহও দেখাচ্ছে না।

এদিকে এখবর কানে আসতেই বেজায় চটেছেন সারার মা অমৃতা সিংহ। সারার কেরিয়ারের শুরুতেই এমন সমস্যা তিনি চাইছেন না। তাঁর বক্তব্য, “ এসব উটকো ঝামেলায় তাঁর মেয়ের বলিউডে অভিষেক পিছিয়ে যাচ্ছে”। এই নিয়ে নাকি অমৃতা ও অভিষেক কাপুরের ভীষণ ঝগড়া হয়, বলেও খবর। সারার বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। আপাতত বন্ধ হয়ে গিয়েছে শ্যুটিং। আর ছবির মুক্তিও এখন বিশ বাঁও জলে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন