21 Feb 2018
শিক্ষা প্রতিষ্ঠান

শনিবার | ১৭ মার্চ, ২০১৮ | ৩ চৈত্র, ১৪২৪ | ২৮ জমাদিউস-সানি, ১৪৩৯

প্রচ্ছদ » শিক্ষা » শিক্ষা প্রতিষ্ঠান » ঝিনাইদহে দুই দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু

ঝিনাইদহে দুই দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু

ঝিনাইদহে দুই দিন ব্যাপী শিক্ষা মেলা শুরু

ঝিনাইদহে দু’দিন ব্যাপী শিক্ষা মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন। জেলা শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মমিনুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার মুশতাক আহমেদ, উজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা অফিসের আয়োজনে “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ শ্লোগানকে সামনে রেখে দু’দিন ব্যাপী এ মেলায় জেলার ৬ টি উপজেলা থেকে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্টল দিয়েছে।

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য করুন