Azizul Bashar
এই মাত্র

শনিবার | ১৮ আগস্ট, ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫ | ৬ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » এই মাত্র » লামায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮ তম জম্মবার্ষিকী পালিত

লামায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮ তম জম্মবার্ষিকী পালিত

লামায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮ তম জম্মবার্ষিকী পালিত

বান্দরবানের লামায় জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ৯৮তম জম্মবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

কর্মসূচীর মধ্যে ছিল, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা, জাতীর জনক বঙ্গবন্ধুর জীবনালাকপাত, শিশু কিশোরদের মাঝে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দোয়া মোনাজাত। ইসলামিক ফাউন্ডেশন লামা উপজেলার সমন্বয়ক মোজাম্মেল হক-এর সভাপতিত্বে লামা প্রেসক্লাবের তয় তলায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান। বঙ্গবন্ধুর জীবনালোকপাত করেন তাবলীগ ব্যক্তিত্ব আবদুল জব্বার আনসারী, স্বাধীনতাত্তোর দেশে ইসলামের প্রসারতায় জাতির জনকের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন, মও: জয়নাল আবেদীন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া শিশুদের হাতে পুরস্কার তুলে দিয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা ও শিশুদের ভবিষ্যত যোগ্য নাগরীক হয়ে উঠার প্রত্যাশায় দোয়া-মোনাজাত হয়।

এদিকে দিবসটি পালন উপলক্ষ্যে লামা উপজেলা আওয়ামীলীগ ও সহোযোগি অংগসংগঠন কর্তৃক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে কেক কাটা আলোচনা সভার আয়োজন করেন।

 অন্যদিগে লামা হলিচাইল্ড পাবলিক স্কুলও নানা কর্মসূচী পালন করেন। এর মধ্যে ছিল, র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন