Azizul Bashar
আইন ও আদালত

শুক্রবার | ২৫ মে, ২০১৮ | ১১ জ্যৈষ্ঠ, ১৪২৫ | ৯ রমযান, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » আইন ও আদালত » চট্টগ্রামে ৭ ‘জঙ্গি’ আটক

চট্টগ্রামে ৭ ‘জঙ্গি’ আটক

চট্টগ্রামে ৭ ‘জঙ্গি’ আটক

চট্টগ্রাম থেকে ‘দ্বীন ফোর্স এক্সটির্ম’ নামে ‘জঙ্গি’ সংগঠনের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব। নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে একজন আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের কর্মকর্তা। তিনি কক্সবাজারে ফিল্ড অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।

র‌্যাব জানায়, নতুন জঙ্গি সংগঠনের ব্যানারে একদল তরুণ সংগঠিত হচ্ছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে, গতরাতে কোতোয়ালি থানাধীন আনন্দবাগ এলাকা থেকে ইমরান নামে একজনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে, একটি বাড়িতে অভিযান চালিয়ে আরো ছয়জনকে আটক করে র‌্যাব।

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন