Azizul Bashar
অন্যান্য

শনিবার | ১৮ আগস্ট, ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫ | ৬ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » অন্যান্য » তিস্তা নদীতে ধরা পড়লো ২’শত কেজির ডলফিন

তিস্তা নদীতে ধরা পড়লো ২’শত কেজির ডলফিন

তিস্তা নদীতে ধরা পড়লো ২’শত কেজির ডলফিন

এস বাবু রায় : লালমনিরহাটের ভোটমারীর তিস্তা নদী থেকে ২’শত কেজির বিশাল আকারের একটি ডলফিন উদ্ধার করেছে তিস্তা নদীর জেলেরা।

সোমবার(১৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শৌলমারী চরের তিস্তা নদী থেকে উদ্ধার করে।জেলে রশিদুল ইসলাম ও কবির হোসেন বলেন, সকাল থেকে কয়কজন মিলে তিস্তা নদীর কাছে গেলে বিশাল আকারের এই মাছটি দেখেতে পায়। ওই বিশাল আকারের মাছটি দেখে অনেকেই ভয় পায়। পরে এলাকার কয়কজন মিলে বিশাল আকারের মাছটি আটক করার চেষ্টাকালে ব্যার্থ হই। পরে মাছটির মাথায় আঘাত করে স্থানীয়দের সহযোগিতায় ২’শত ওজনের মাছটি উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধার শেষে স্থানীয় ভোটমারী বাজারে নিয়ে এসে ওজনে দেখা যায় প্রায় ২’শত কেজি(৫মন),সাড়ে ৮ ফুট দৈঘ্য। এসময় স্থানীরা মাছটিকে দেখার জন্য উৎসুক জনতা ভীর করে। ভোটমারী ইউনিয়নের চেয়ারম্যান মাছটি উদ্ধারের বিষয় নিশ্চিত করে বলেন, তিস্তা নদী থেকে মাছটি উদ্ধার কওে কয়কজন জেলে। কিন্তু মাছটি বিক্রী বা কোন জায়গায় জামা দেওয়া হবে কি না তা এখন পছন্দ সিদ্ধান্ত নেওয়া হয়নি।কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোরছালিন বলেন, শুশুক (ফ্রেস ওয়াটার ডলফিন) এক ধরনের জলজপ্রাণি। এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তবে এ ধারণের মাছ সরকারিভাবে আটক করর নিষেধ রয়েছে। তবে, এ বিষয়টি দেখার দায়িত্ব পরিবেশ অধিদপ্তরের।ালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, মাছা উদ্ধারের বিষয়টি শুনেছি।স্থানীয় চেয়াম্যানকে জানানো হয়েছে। তিনি ব্যাবস্থা গ্রহন করবেন।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন