Azizul Bashar
ক্রিকেট

শনিবার | ১৮ আগস্ট, ২০১৮ | ৩ ভাদ্র, ১৪২৫ | ৬ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খেলাধুলা » আন্তর্জাতিক » ক্রিকেট » বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পুরো সূচি

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পুরো সূচি

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পুরো সূচি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলব বাংলাদেশ। এতে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং টি-২০ ম্যাচ খেলবে মাশরাফি-সাকিবরা। সিরিজের পুরো সূচি প্রকাশ করেছে ক্যারিবীয় বোর্ড।

সিরিজ শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। এর আগে অ্যান্টিগার কলিজ ক্রিকেট গ্রাউন্ডে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিবরা। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে ৪ জুলাই। তারপর ১২ জুলাই থেকে জ্যামাইকার সাবিনা পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

টেস্টের পর শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম দুই ওয়ানডে হবে গায়ানায়। ২০০৭ সালে বিশ্বকাপে সর্বশেষ এই ভেন্যুতে খেলেছিল টাইগাররা। সিরিজের তৃতীয় ওয়ানডে আর প্রথম টি-২০ হবে সেন্ট কিটসে।

এরপর দ্বিতীয় ও তৃতীয় টি-২০ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি :

টেস্ট দুটি:

প্রথম টেস্ট——-অ্যান্টিগা——-জুলাই ৪-৮

দ্বিতীয় টেস্ট—–জ্যামাইকা——জুলাই ১২-১৬

ওয়ানডে তিনটি :

প্রথম ওয়ানডে—-গায়ানা—–২২ জুলাই

দ্বিতীয় ওয়ানডে—গায়ানা—–২৫ জুলাই

তৃতীয় ওয়ানডে–সেন্ট কিটস–২৮ জুলাই

টি-২০ তিনটি :

প্রথম টি-টোয়েন্টি–সেন্ট কিটস—৩১ জুলাই

দ্বিতীয় টি-টোয়েন্টি—ফ্লোরিডা—–৪ আগস্ট

তৃতীয় টি-টোয়েন্টি—ফ্লোরিডা—–৫ আগস্ট

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন