Azizul Bashar
আইন ও আদালত

বুধবার | ১৫ আগস্ট, ২০১৮ | ৩১ শ্রাবণ, ১৪২৫ | ৩ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » আইন ও আদালত » খালেদা জিয়ার জামিন শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

খালেদা জিয়ার জামিন শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

খালেদা জিয়ার জামিন শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা ও নড়াইলে দায়ের করা দুই মামলার জামিন শুনানি বুধবার (২৩ মে) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানি শেষ না হওয়ায় তা বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন দুই বিচারপতির বেঞ্চ।

এর আগে গত রোববার (২০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনটি মামলায় জামিন চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

এর মধ্যে দুটি আবেদন শুনানির জন্য আদালতের তালিকায় আসে। সোমবার (২১মে) অ্যাটর্নি জেনারেল সময় চাইলে আদালত একদিন সময় বাড়িয়ে মঙ্গলবার শুনানির জন্য দিন ঠিক করেন।

খালেদা জিয়ার জামিন আবেদনের পক্ষে আজ শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ সময় উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকনসহ বিএনপিপন্থী আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন