Azizul Bashar
দূর্ঘটনা

বুধবার | ১৫ আগস্ট, ২০১৮ | ৩১ শ্রাবণ, ১৪২৫ | ৩ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » দূর্ঘটনা » বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বগুড়া-নাটোর মহাসড়কে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলো বগুড়া সদর উপজেলার কুকরুল গ্রামের হাফিজার রহমানের ছেলে সুমন (২৮), শাজাহানপুর উপজেলার কৈগাড়ী খাদাই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আনোয়ার হোসেন (২৫) এবং নন্দীগ্রামের বাসিন্দা মোকলেছুর রহমান (৫২)।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির টিএসআই আব্দুল আজিজ মন্ডল জানান, বুধবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম কৃষি কলেজের পাশে পারটেকুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন