Azizul Bashar
শীর্ষ খবর

বুধবার | ১৫ আগস্ট, ২০১৮ | ৩১ শ্রাবণ, ১৪২৫ | ৩ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন: আইসিটি প্রতিমন্ত্রী

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন: আইসিটি প্রতিমন্ত্রী

উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন: আইসিটি প্রতিমন্ত্রী

সাইফুল ইসলাম নাটোর থেকে: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নাটোর-বগুড়া ৬৪ কিলোমিটার রাস্তা উত্তরবঙ্গের লাইফ লাইন। সিংড়াতে উত্তরবঙ্গের ইতিহাসে প্রথম ফুটওভার ব্রীজ উপহার দিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আর আমরা যে প্রতিশ্রুতি দেই, তা পূরণ করি।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, অনুন্নত সিংড়াকে আধুনিক সিংড়ায় রুপান্তরিত করা হয়েছে। সিংড়ার সকল রাস্তাঘাট বৈদ্যুতিক আলোয় আলোকিত। সিংড়া বাংলাদেশের একটি রোল মডেল। আগামী নির্বাচনে সকলকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সড়ক ও জনপথ অধিদপ্তর নাটোর এর বাস্তবায়নে নাটোর-বগুড়া মহাসড়কে সিংড়া পৌর বাসষ্ট্যান্ডে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে ফুটওভার ব্রীজের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর নাটোর এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন, নাটোরের উপ বিভাগীয় প্রকৌশলী আলতাব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন