Azizul Bashar
দূর্ঘটনা

বুধবার | ১৫ আগস্ট, ২০১৮ | ৩১ শ্রাবণ, ১৪২৫ | ৩ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » দূর্ঘটনা » পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের মুন্সি মিয়াজিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- মুন্সি মিয়াজিপাড়ার আবু মুছার মেয়ে নিশপা (৫) ও একই এলাকার ইউনুছের মেয়ে তানজিয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো বোন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে যায় নিশপা ও তানজিয়া। অনেক খোঁজাখুজির পর পুকুরে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মোস্তফা মনির মৃত ঘোষণা করেন।

 

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন