Azizul Bashar
শীর্ষ খবর

শুক্রবার | ১৭ আগস্ট, ২০১৮ | ২ ভাদ্র, ১৪২৫ | ৫ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » রাশিয়ার কোচকে যা বললেন পুতিন

রাশিয়ার কোচকে যা বললেন পুতিন

রাশিয়ার কোচকে যা বললেন পুতিন

বিশ্ব চোখ রাশিয়ার দিকে। সেই রাশিয়া তাদের প্রথম ম্যাচে উড়িয়ে দিলো সৌদি আরবকে। নিজ দেশে চোখের সামনে এমন জয়ের পর প্রেসিডেন্ট অভিনন্দন জানাবেন এটাই তো স্বাভাবিক। খেলা শেষ হওয়ার পর পুতিন ফোন করেছেন রাশিয়ার কোচ স্তানিস্লাভ চেরচেশভকে। চেরচেশভই এই তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে।

চেরচেশভ বললেন, ‘খেলার পরপরই প্রেসিডেন্ট আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, যা হচ্ছে ভালো হচ্ছে। এভাবেই চালিয়ে যাও…।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে রাশিয়া ৭০ নম্বরে। বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের মধ্যে সবার শেষে বলতে পারেন। গত আট মাসের বেশি রাশিয়া একটা ম্যাচও জিততে পারেনি। সেই দলটি বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচে এমন বিধ্বংসী জয় পেলে এই কথা না বলে উপায় আছে!

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন