Azizul Bashar
প্রধান খবর

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » প্রধান খবর » পাবনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাবনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পাবনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেলপথসহ বেশকিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করবেন তিনি। বিকালে পাবনা পুলিশ লাইন মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জা আর তোড়নে পাবনায় এখন সাজ সাজ রব। এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।

পাবনা সার্কিট হাউজ পুলিশ লাইন মাঠে চলছে জনসভার প্রস্তুতি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে বেড়েছে উৎসাহ-উদ্দীপনা।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় চুল্লির প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন এবং সংক্ষিপ্ত সুধি সমাবেশে বক্তব্য দেবেন। পরে বিকেল সাড়ে ৩টায় পুলিশ লাইনস মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দলীয় প্রধানের জনসভা সফল করতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

গত বছরের ৩০ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম কংক্রিট ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন