Azizul Bashar
বিজ্ঞান ও প্রযুক্তি

সোমবার | ২০ আগস্ট, ২০১৮ | ৫ ভাদ্র, ১৪২৫ | ৮ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » এক হচ্ছে সব মোবাইল ফোন অপারেটরের কলরেট

এক হচ্ছে সব মোবাইল ফোন অপারেটরের কলরেট

এক হচ্ছে সব মোবাইল ফোন অপারেটরের কলরেট

এক হচ্ছে সব মোবাইলফোন অপারেটরদের কলরেট। এতে কমবে গ্রাহকের ব্যয়। তবে একটি অপারেটর বাদে সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দ্রুত এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগমন্ত্রী।

বিটিআরসির হিসাবে ২০১৮ সালের মাঝামাঝি মোবাইল ফোন গ্রাহক ছিল ১৫ কোটি। এর মধ্যে গ্রামীণফোনের ৬ কোটি ৮০ লাখ। রবির সাড়ে ৪ কোটি, বাংলালিংকের ৩ কোটি ৩০লাখ এবং টেলিটকের মাত্র ৩০ লাখ গ্রাহক।

বর্তমানে বিটিআরসি নির্ধারিত সর্বনিম্ন অননেট তথা একই নেটওয়ার্কে কল খরচ মিনিটে ২৫ পয়সা, এবং অফনেট বা এক অপারেটর থেকে অন্য অপারেটরে কল করলে ৬০ পয়সা থেকে সর্বোচ্চ দুই টাকা। এবার সব অপারেটরদের জন্য একক কলরেট হবে ৪০ পয়সা।

এক রেট চালু হলে বাজারে চলমান বৈষম্য দূর হবে বলে জানান টেলিযোগাযগোমন্ত্রী।

এমএনপি চালুর পর এক রেট না হলে ক্ষতির মুখে পড়বে ছোট অপারেটরগুলো। তাদের টিকিয়ে রেখে মানসম্মত সেবা দিতে নতুন সিদ্ধান্ত, বলছে বিটিআরসি।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন