Azizul Bashar
অর্থনীতি

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » অর্থনীতি » বাংলাদেশে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিমেন্স

বাংলাদেশে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিমেন্স

বাংলাদেশে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে সিমেন্স

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে জার্মান পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যানেন নিয়েলস এ তথ্য জানান।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার দুই মন্ত্রীর মধ্যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জার্মান প্রতিমন্ত্রী একথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জার্মান প্রতিমন্ত্রী এ্যানেন নিয়েলস জানান, জার্মান কোম্পানি সিমেন্স বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী হতে যাচ্ছে। কারণ, তারা পায়রায় আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য সাত বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে।

নিয়েলস জার্মান কোম্পানি ভেরিডোজকে ই-পাসপোর্ট কাজের দায়িত্ব দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানান।

তিনি অনুরোধ করেন, যাতে বাংলাদেশে জার্মান কোম্পানিগুলোকে আরও বেশি সহায়তা দেওয়া হয়।

এর উত্তরে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন