Azizul Bashar
শীর্ষ খবর

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » শীর্ষ খবর » গণতন্ত্রে আস্থা থাকলে এত তাড়াহুড়ো কেন : মোদী

গণতন্ত্রে আস্থা থাকলে এত তাড়াহুড়ো কেন : মোদী

গণতন্ত্রে আস্থা থাকলে এত তাড়াহুড়ো কেন : মোদী

অনাস্থা প্রস্তাবের উপর আলোচনায় বলতে উঠেই বিরোধীদের বাধার মুখে পড়তে হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷ বিরোধী হইহট্টগোলের মধ্যেই তিনি ভাষণ দিতে শুরু করেছেন৷

শুরুতেই বিরোধীদের উদ্দেশ্যে তোপ দাগতে শুরু করেন প্রধানমন্ত্রী৷ তিনি জানিয়ে দেন, বিরোধীরা তাড়াহুড়ো করে অনাস্থা প্রস্তাব এনেছেন৷ তাই বিরোধী সাংসদরা কেউই ঠিকমতো আলোচনায় অংশ নিতে পারেননি৷

এর পরই বিরোধীদের কটাক্ষ করে এর পরই প্রধানমন্ত্রীর মন্তব্য, ‘‘আর ৪৮ ঘণ্টা অপেক্ষা করলে কী ক্ষতি হত?’’ তাই অনাস্থা প্রস্তাবের সূত্র ধরে বিরোধীদের একসঙ্গে আক্রমণ করেছেন৷ বলেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী হব, এই প্রস্তাবের পক্ষে কে কে সমর্থন করে, সেটা দেখার জন্যই এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে৷’’

তাঁর কথায়, গণতন্ত্রে জনতার উপর ভরসা রাখা উচিত৷ তাই তাঁর প্রশ্ন, এত তাড়াহুড়ো কেন? এই প্রসঙ্গেই তিনি মন্তব্য, বিরোধীরা কারও উপর বিশ্বাস করে না৷

এদিন রাহুল গান্ধীকে ইস্যু ধরে ধরে আক্রমণ করেছেন৷ আর তা করতে গিয়ে তাঁর সরকার গত চার বছরে কী কী করেছে, তার বর্ণনাও করেছেন প্রধানমন্ত্রী৷ উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে কৃষকদের জন্য এমএসপি-র বৃদ্ধি, গরিবের জন্য কাজ-সহ উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন তিনি৷

নিজের সরকারের উন্নয়নের খতিয়ান যেমন এদিন লোকসভায় দাঁড়িয়ে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী, তেমনই অনুন্নয়ন সংক্রান্ত একাধিক ইস্যুতে বিঁধেছেন কংগ্রেস৷ নরেন্দ্র মোদীর অভিযোগ, কংগ্রেসের আমলে গরিবদের কথা কখনও ভাবা হয়নি৷ ব্যাংকিং ব্যবস্থায় সংস্কার করা হয়নি৷ জিএসটি চালু করতে পারেনি৷ সেনাবাহিনীকেও কংগ্রেস বিশ্বাস করে না বলে তিনি শুক্রবার রাতে লোকসভায় দাঁড়িয়ে অভিযোগ করেছেন৷

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন