Azizul Bashar
সেরা খবর

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » সেরা খবর » প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ছাত্রলীগের সাংগঠনিক নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তারা দেখা করেন। এ সময় দলের সাধারণ সম্পাদকও উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় কমিটির দুই নেতার সঙ্গে আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এবং ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার পক্ষে এই কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন