Azizul Bashar
আইন ও আদালত

বৃহস্পতিবার | ১৬ আগস্ট, ২০১৮ | ১ ভাদ্র, ১৪২৫ | ৪ জিলহজ্জ, ১৪৩৯

প্রচ্ছদ » খবর » আইন ও আদালত » মুন্সীগঞ্জের লৌহজংয়ে  ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে  ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে  ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মকবুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ভাগ্রকুল শ্রীনগর র‌্যাব- ১১র সহকারী পরিচালক মুহিতুল ইসলাম জানান, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কুমার ভোগে মাদক বেচাকেনার খবর পেয়ে র‌্যাব অভিযান চালাতে গেলে মাদক কারবারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে ১০ মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে মকবুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মকবুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মকবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, পাঁচশ পিস ইয়াবা, নগদ পৌনে পাঁচ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করার কথা জানান তিনি।

 

বিসিসি নিউজ টুয়েন্টিফোর ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য করুন